ঢাকা: ভারতীয় আগ্রাসন, অভিন্ন নদীর পানিবণ্টনে বৈষম্য, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যাসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ‘ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ’ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি লং মার্চ কর্মসূচি শুরু করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে লং মার্চটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত পর্যন্ত যাবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর ও রাজশাহীতে পথসভা করবে সংগঠনটি। এর মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
কর্মসূচির আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক আলহাজ মো. গিয়াস উদ্দীন আহম্মেদ।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
- ফারাক্কা, তিস্তা ও টিপাইমুখসহ ৫৪টি অভিন্ন নদী থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদ এবং ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করা।
- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ফেলানীসহ সীমান্তে নিহত বাংলাদেশি নাগরিকদের হত্যার বিচার।
- তালপট্টি দ্বীপে ভারতীয় বাহিনীর অবৈধ দখল অবসান।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় কথিত ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগে জড়িতদের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা।
- পার্বত্য এলাকায় ভারত–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধ করা।
সংগঠনটির নেতারা বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ এখন বড় সংকটে রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্য ও জনমতের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে।’
বাংলাদেশ–ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশেষ করে অভিন্ন নদী ব্যবস্থাপনা, সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্যহীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ দুই দেশের জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে।
বর্তমানে বাংলাদেশ প্রতিবছর প্রায় ১৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ভারত থেকে আমদানি করলেও রফতানি সীমাবদ্ধ মাত্র ২ বিলিয়নের মধ্যে। অন্যদিকে তিস্তা চুক্তি দীর্ঘদিন অমীমাংসিত থাকায় দেশের উত্তরাঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।