রংপুর: অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) তাকে আদালতে তোলা হবে। এর আগে শনিবার (৮ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে পীরগঞ্জের সাদুল্লাহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিশেষ আটকাদেশে তার নাম রয়েছে।
তিনি আরও বলেন, ‘সেকেন্দার বৈষম্যবিরোধী আন্দোলনকালে হামলায় নেতৃত্ব ও অর্থযোগান দেন। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। সম্প্রতি পীরগঞ্জে ঢুকে নাশকতার পরিকল্পনা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।’
জানা গেছে, সেকেন্দার আলী মন্ডল চতরা ইউনিয়নের মায়াগাড়ি গ্রামের গুলজার আলী মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাই–আগস্ট আন্দোলনে তিনি আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার হিসেবে সক্রিয় ছিলেন বলে অভিযোগ।