Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৭:৩৫

হাতিয়াব পুলিশ ক্যাম্পের উদ্যোগে দেশীয় অস্ত্রসহ চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদ্য উদ্বোধিত হাতিয়াব পুলিশ ক্যাম্পের উদ্যোগে দেশীয় অস্ত্রসহ চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ক্যাম্প উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এ অভিযান পরিচালনা করে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে গাজীপুর মহানগর সদর থানার আওতাধীন হাতিয়াব এলাকার ময়লারটেকের পূর্ব পাশের বনের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রো পুলিশের ডিসি (অপরাধ-উত্তর) রবিউল হাসান জানান, হাতিয়াব পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. কাউছার মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন দুর্বৃত্ত বনের ভেতর কাঁচা রাস্তার পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— গাজীপুর মহানগরের ভাওরাইদ গ্রামের মো. আসাদুল ইসলাম (৩১), মাজহারুল ইসলাম (২৫), হাতিয়াব খিলপাড়া গ্রামের আব্দুর রাশেদ (২৫) এবং হাতিয়াব গ্রামের সাব্বির আহমেদ (২২)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি ছেন (দা) উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা গ্রেফতারকৃতদের পরিচয় শনাক্ত করে জানান, তারা এলাকায় চিহ্নিত ডাকাত দলের সদস্য। এদের মধ্যে আসাদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম হাতিয়াব পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই সফল এ অভিযানে চার ডাকাত গ্রেফতারে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।

স্থানীয়রা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন অভিযানে সামাজিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর