ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়ায় নিজ সন্তানকে হত্যা করে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার পর আত্মহত্যা করেছেন এক যুবক।
বুধবার (১২ নভেম্বর) ভোররাতে পারিবারিক কলহের জেরে ভুবনকুড়া ইউনিয়নের আমির খাঁকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গার্মেন্টস কর্মী রতন মিয়া (৩০) এবং তার মেয়ে নুরিয়া আক্তার (৭)।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, প্রতি সপ্তাহের মতো মঙ্গলবার রাতে গাজীপুর থেকে কাজ শেষে বাড়ি আসেন রতন মিয়া। বুধবার ভোররাতে পারিবারিক বিরোধের জেরে তিনি প্রথমে মেয়ে নুরিয়াকে ছুরি দিয়ে আঘাত করেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্ত্রী জুলেখা আক্তারকে (২৫) ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন রতন মিয়া। পরে একই ছুরি দিয়ে নিজেই আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা।
প্রতিবেশীরা জানান, সকালে ঘরে প্রবেশ করে তারা বিছানায় রতন মিয়া ও তার মেয়ে নুরিয়ার গলাকাটা মরদেহ দেখতে পান। পাশে জুলেখা আক্তারকে গলা ও হাতে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে স্থানীয়রা জুলেখাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হালুয়াঘাট থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।