Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে হাকড় নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৫:০৫

বেনাপোলে নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার।

বেনাপোল: বেনাপোলের হাকড় নদীর পাড় থেকে এক নবজাতক শিশু উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর ও নামাজ গ্রামের মাঝের হাকড় নদীর পাড় থেকে শিশুটি উদ্ধার করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভার পৌর প্রশাসক ডা. নাজিব হাসান জানান, নবজাতক শিশু অভিভাবকহীন অবস্থায় নদীর পাড়ে পড়ে ছিল। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে শিশুটির স্বাস্থ্য ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে। চিকিৎসকের তত্ত্বাবধানে শিশু সুস্থ আছে।

তিনি আরও জানান, আপাতত প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তায় নবজাতক শিশুটি উদ্ধারকারী পরিবারের কাছে আছে। পরবর্তীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর