Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কায় বেনাপোল সীমান্তে কড়া নজরদারি

লোকাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৫:৪৩

সম্প্রতি ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল নোট প্রবেশের কয়েকটি ঘটনা ঘটে।

বেনাপোল: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। তারা জানাচ্ছে, কিছু মহল ভোটের সময় অস্থিতিশীলতা সৃষ্টি ও ভোটারদের বিভ্রান্ত করতে বাজারে জাল নোট ছড়ানোর চেষ্টা করতে পারে।

সম্প্রতি ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল নোট প্রবেশের কয়েকটি ঘটনার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে দেশের সবচেয়ে ব্যস্ত স্থলবন্দর বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সাদিপুর, ঘিবা, ধান্যখোলা, শিকারপুর, পুটখালী, রঘুনাথপুর, রুদ্রপুর ও গোগা সীমান্ত এলাকায় কড়া তল্লাশি চালানো হচ্ছে। বেনাপোল চেকপোষ্টে যাত্রী ও পণ্যবাহী গাড়ির লাগেজ স্ক্যানিং, নোট শনাক্তকরণ যন্ত্র এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘নির্বাচন সামনে রেখে সীমান্তে জাল নোট, অস্ত্র ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। সম্ভাব্য সকল চোরাচালানের রাস্তা বন্ধ করা হয়েছে, যাতে কোনো ধরনের চোরাচালান না ঘটে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর