Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বাসকষ্টে বাকৃবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

বাকৃবি করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ০৯:১৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহিদ নাজমুল আহসান হলের আবাসিক শিক্ষার্থী আবরার নাঈব নোমান।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহিদ নাজমুল আহসান হলের আবাসিক শিক্ষার্থী আবরার নাঈব নোমান মারা গেছেন। তিনি ২০১৯–২০ শিক্ষাবর্ষের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।

প্রভোস্ট জানান, আবরার শ্বাসকষ্টে ভুগছিলেন। বিকেলে একবার চিকিৎসা নিয়ে হলে ফিরে আসেন। সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হলের আবাসিকদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

বিজ্ঞাপন

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
১৬ নভেম্বর ২০২৫ ০৮:২৩

আরো

সম্পর্কিত খবর