Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৮:৩৬

সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বহিস্কৃত নেতার মনোনয়ন বাতিল করে চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়নের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শহরের মিল বাজার মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে গিয়ে এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

বক্তারা বলেন, ‘চেয়ারম্যান আব্দুল আলিম দীর্ঘ ১৫ বছর নেতাকর্মীদের দুর্দিনে পাশে থেকেছেন, রাজপথে আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং একাধিকবার জেল ও অত্যাচারের শিকার হয়েছেন। তাকে মনোনয়ন না দিয়ে কিভাবে একজন বহিস্কৃত নেতা মনোনয়ন পাচ্ছেন?’

বিজ্ঞাপন

বক্তৃতায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান, সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিব সহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর