Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরীকে হস্তান্তর

লোকাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৮:২৭

ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরী।

বেনাপোল: ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরী দীর্ঘদিন পর অবশেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে হরিদাস বর্ডার দিয়ে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তথ্যানুসন্ধানে জানা যায়, বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে তারা অবৈধ পথে ভারতে যায়। এরপর ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখে। শেষ পর্যন্ত দুই দেশের সরকারের ট্রাভেল পারমিট ও দুই দেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগে তারা দেশে ফেরার সুযোগ পায়।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত জানান, দেশে ফেরার পর তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত কিশোর-কিশোরীদের মধ্যে রয়েছেন— আলাল মণ্ডল, রমযান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমযান গাজী, মালাই মণ্ডল, সুদিবত, নিজাম উদ্দিন, ইয়াসিন, সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন, রিফাত হাসান, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন, স্বপ্না মণ্ডল, শাহিন রেজা, অহনা শেখ, রুবি সরদার, মিম খাতুন, শারমিন আলী, টুস্পা পারভিন, সাভা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন, শামছুর নাহার, রাজিব ইসলাম। তারা সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

রাইট যশোরের প্রোগ্রাম অফিসার তৌফিকজ্জামান জানিয়েছেন, ফেরত আসা কিশোর-কিশোরীরা চাইলে পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে। এ বিষয়ে মানবাধিকার সংস্থাগুলো পূর্ণ সহযোগিতা করবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর