Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মিছিল, আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৯:৪৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ৪০–৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। মামলার পরদিন সকাল থেকেই অভিযান চালানো হয় এবং ঘটনাস্থলে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) সকালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে সিরাজদীখান থানার উপ–পুলিশ পরিদর্শক (এসআই) নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সিরাজদীখানের বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনার রায়ের প্রতিবাদে মিছিল বের হয়। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে করা এই মিছিলটি প্রকাশ্যেই পুলিশের টহল দলের সামনে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় টহল দায়িত্বে থাকা সিরাজদীখান থানার উপ–পরিদর্শক মো. কামরুজ্জামান সিকদার, কনস্টেবল বাদশা মিয়া ও কনস্টেবল সফিকুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

সিরাজদীখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী স্লোগানসহ মিছিল করছিল। নাশকতার উদ্দেশ্যে বের করা এই মিছিলের ঘটনায় ৪৫ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে।’

পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর