Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবিতে রেললাইন অবরোধ

রাবি করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৭:৪২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৭:৪৪

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবিতে রেললাইন অবরোধ।

রাজশাহী: বৈষম্য দূর করে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ে নেওয়ার দাবিতে এবং ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে অ্যাডমিট কার্ডও পুড়িয়ে ফেলে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘এক দিন তিন চার, পিএসসি স্বৈরাচার’, ‘সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস?’, ‘সময় চাই, সময় চাই— যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে— পিএসসি কি করে?’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’।

বিজ্ঞাপন

ফলিত রসায়ন ও রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, ‘পিএসসি আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। সবাই ৬ মাস প্রস্তুতির সময় পায়, আমরা কেন মাত্র ২ মাস? ঢাকায় আমাদের ভাইদের ওপর স্বৈরাচারী কায়দায় হামলা হয়েছে— এটা মেনে নেওয়া যায় না। পরীক্ষা যৌক্তিক সময়েই নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

কৃষি অনুষদের শিক্ষার্থী আনিকা বলেন, ‘ছাত্রদল, শিবির, এনসিপি— সবাই বলছে এটা যৌক্তিক আন্দোলন। তবুও কোনো সমাধান নেই। দুই মাসে সিলেবাসই শেষ করা যায় না— পরীক্ষা দেব কীভাবে? শহিদ মিনারে ছাত্ররা অনশনে বসে আছে, তবুও কোনো সাড়া নেই। পরীক্ষার তারিখ পিছিয়ে যৌক্তিক সময় দিতে হবে।’

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, ‘রেলপথ অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস স্টেশনে আটকে আছে। অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ট্রেন ছাড়ার সুযোগ নেই।’