Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে গেলেন ইসকনের ২১৭ তীর্থযাত্রী

লোকাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৯:৫৭

ভারতে গেলেন আইএসকনের ২১৭ তীর্থযাত্রী।

বেনাপোল: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাত্রা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত্ত সংঘ (ইসকন)-এর ২১৭ তীর্থযাত্রী।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তীর্থযাত্রার ভিসা নিয়ে তারা দেশত্যাগ করেন। দলের নেতৃত্বে ছিলেন নিতাই দয়াল দাস ব্রহ্মচারী (পাসপোর্ট নম্বর এ০৩৫৮২২০১)।

সাভারের কাতলাপুরে অবস্থিত শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দির থেকে যাত্রা শুরু করে ভক্তরা। প্রায় ২০–২৫ দিনের এই তীর্থ সফরের জন্য ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চরণ চন্দ্র দাস এবং শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই দয়াল দাস অক্টোবর মাসে ভারতের হাই কমিশনারের কাছে দুই মাস মেয়াদি ভিসার আবেদন করেছিলেন। এতে নভেম্বর–ডিসেম্বর সময়ে মোট ২৫২ ভক্তকে নিয়ে উত্তর ভারতের ৩০টিরও বেশি পবিত্র তীর্থস্থানে সফরের পরিকল্পনা জানানো হয়েছিল। সফরের তালিকায় রয়েছে মায়াপুর, নবরূপ, একচক্রা, বৃন্দাবন, রাধাকুন্ড, বর্ষানা, গোবর্ধন পাহাড়, নান্দগাঁও, গোকুল, কুশীনগর, হরিদ্বার, ঋষিকেশ, অযোধ্যা, কাশীধাম, পুরীধাম ও অন্যান্য পূণ্যস্থান।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পৌঁছে ভ্রমণসংক্রান্ত সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং পরে তারা ভারতে প্রবেশ করেন। বাকি সদস্যরাও নির্ধারিত সময়ে সফরে যোগ দেবেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর