ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান (৪০) এবং তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা–আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই গাড়ির আরোহী কামরুল ও রাব্বিকে আটক এবং গাঁজা ও প্রাইভেটকার জব্দ করা হয়।
আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কামরুল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক। সে মাদক ব্যবসায় জড়িত— এ বিষয়ে আমি জানতাম না। গ্রেফতারের খবর শুনে হতবাক হয়েছি। বিষয়টি জেলা কমিটিকে জানিয়েছি, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ‘মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, শিগগিরই আদালতে পাঠানো হবে।’