ঢাকা: বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নের দুর্গম বুলুপাড়ায় একটি নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণও বিতরণ করেছে বাহিনীটি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)–এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টির উদ্বোধন করেন। পরে তিনি প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী এবং চকলেট-বিস্কুট তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় কারবারী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে স্থানীয় নৃ-গোষ্ঠী ও পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ‘অপারেশন উত্তরণ’ কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা, খাদ্য ও পোশাক বিতরণ, শীতবস্ত্র প্রদান, দুর্যোগে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম চলছে।
তিনি বলেন, সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নকে সামনে রেখে বুলুপাড়ায় এই বিদ্যালয় স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নতুন এই বিদ্যালয়টি স্থানীয় তিনটি পাড়ার ৫০টি পরিবারের ৭০–৮০ জন শিক্ষাবঞ্চিত শিশুর জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করবে।