ঢাকা: রাজধানীর ডেমড়া বামইল মাতাব্বর গলিতে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেছে এক জামাই। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত মোরশেদা আক্তার (২৩) ও তার মা সাহিদা বেগমকে (৪০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক সোহাগ মিয়াকে (২৮) আটক করেছে।
আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদা ও তার স্বামী সোহাগের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। দুপুরে তর্কের এক পর্যায়ে সোহাগ এলোপাতাড়ি ছুরিকাঘাত করে স্ত্রীকে। বাধা দিতে গেলে শাশুড়ি সাহিদাকেও ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ডেমড়া থানার এসআই মো. শাহিন পারভেজ বলেন, পরকীয়া সন্দেহ থেকেই ঘটনার সূত্রপাত। অভিযুক্ত সোহাগকে আটক করা হয়েছে, আহত দুই নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।