Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুমকীতে অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১২:০৪

দুমকী উপজেলায় আগুনে একটি ভাতের হোটেল পুড়ে গেছে।

পটুয়াখালী: দুমকী উপজেলার নতুন বাজার এলাকায় আগুনে একটি ভাতের হোটেল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় হোটেল বয় মনির হোসেন আহত হয়েছেন এবং বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ক্ষতিগ্রস্ত হোটেলের মালিক মো. সোহেল হাওলাদার জানান, আগুনে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. ইব্রাহিম খলিল বলেন, ‘ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার ওপর লাকড়ি শুকানোর সময় আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী খোকন চন্দ্র শীল বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। মোটর ও টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি।’

অন্য একজন প্রত্যক্ষদর্শী ও মোবাইল জোনের মালিক সমীর চন্দ্র জানান, দরজা খুলতেই আগুন ও ধোঁয়া দেখতে পান এবং স্থানীয়দের সঙ্গে লাকড়ি সরিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত হোসেনও আনসার সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছেন।

দুমকী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বলেন, ‘কম দামে মানসম্মত খাবার পরিবেশন করায় হোটেলে সবসময় ভিড় থাকত। মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে গেল। যদি দুমকীতে ফায়ার সার্ভিস স্টেশন থাকত, ক্ষতি এতটা হতো না।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর