Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে বদলি সিলেটের ৬ ওসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ০৯:০৭

বদলি হওয়া ছয়জন ওসি।

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) একসঙ্গে ছয় থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুসের (পিপিএম-সেবা) সই করা প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখা ও মাঠপর্যায়ের কর্মতৎপরতা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দীর্ঘদিন পর এসএমপিতে বড় ধরনের প্রশাসনিক রদবদল হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী— কোতোয়ালি থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায়, শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায়, এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায়, জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানায়, মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় এবং ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এসব তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

একসঙ্গে বদলি সিলেটের ৬ ওসি
৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬

আরো

সম্পর্কিত খবর