Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি: তৌহিদ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রংপুর: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ এ বিষয়ে ধৈর্য ধরে ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার অপেক্ষা করবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। তিনি এখন সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সর্বোচ্চ আদালত তাকে শাস্তি দিয়েছেন। কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সংকেত পাওয়া যায়নি। এই মুহূর্তে জল্পনা-কল্পনা না করে আমরা অপেক্ষা করব। দেখা যাক, ভারতীয় কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ ধরনের স্পর্শকাতর কূটনৈতিক বিষয়ে এক দিনে বা এক সপ্তাহে ফল আসে না। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরা সেই প্রক্রিয়ার জন্য অপেক্ষা করব।’

আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের অপহরণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আরাকান আর্মি একটি নন-স্টেট অ্যাক্টর হওয়ায় তাদের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। তবে অপহৃত জেলেদের ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে আমরা সক্রিয় আছি। প্রয়োজনে মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতের মতো রাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে। কিছু গোপন পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে; ফলাফল কী হয়, সেটাই দেখার বিষয়।’

তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ও বঙ্গোপসাগরে জেলে অপহরণ—দুটি জটিল ইস্যুতেই বাংলাদেশ কূটনৈতিক ধৈর্য এবং বাস্তবতার নীতি অনুসরণ করছে।

বিজ্ঞাপন

তারেক রহমানের গাড়ি ঢাকায়
৫ ডিসেম্বর ২০২৫ ১২:৪৩

আরো

সম্পর্কিত খবর