Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৩

পৃথক অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার সাব্বিজান মোড় এলাকা থেকে মো. মুনজুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুই হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

মুনজুল হক বগুড়ার সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত জোবেদ আলী প্রামানিকের ছেলে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

অপরদিকে বিকেল ৫টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. মনির আহমদকে (৪৬) গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মনির আহমদ কক্সবাজার জেলার টেকনাফ থানার মহেষ খালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, বগুড়ায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পৃথক থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়ায় ট্রাকচাপায় যুবক নিহত
৬ ডিসেম্বর ২০২৫ ১৫:২৬

আরো

সম্পর্কিত খবর