Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাদুকাটা নদী পথে ভারতীয় পেঁয়াজ–চিনি জব্দ করেছে বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১২:৫৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৩

ভারতীয় পেঁয়াজ–চিনি জব্দ করেছে বিজিবি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী পথে ভারতীয় পেঁয়াজ ও চিনি পাচারের সময় ১৫৭৫ কেজি পেঁয়াজ এবং ১০০ কেজি চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির।

বিজিবির তথ্য অনুযায়ী, যাদুকাটা নদীর লাউড়েরগড় সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ পণ্য পাচার হচ্ছে—এমন গোপন সংবাদে মঙ্গলবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। দীর্ঘসময় পর্যবেক্ষণ ও তল্লাশির পর যাদুকাটা নদী হয়ে দুটি বারকী নৌকায় করে পাচারের চেষ্টা করা ১৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার টাকা।

বিজ্ঞাপন

বিজিবি অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তের যাদুকাটা নদী পথে বারকী নৌকা ব্যবহার করে ভারতীয় পেঁয়াজ ও চিনি পাচারের সময় আমরা এসব পণ্য জব্দ করেছি। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর