Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও পরীক্ষা বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৫:২৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৩

মহাসড়ক অবরোধ করেছে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

রংপুর: আট দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ করেছে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছেন তারা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে তাজহাট মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা। যার ফলে এক ঘণ্টার জন্য লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি হয়।

শিক্ষার্থীরা জানান, সরকারের আশ্বাস সত্ত্বেও নয় মাস ধরে দাবি পূরণ না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন।

বিজ্ঞাপন

ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সুস্মিতা বলেন, ‘আমাদের জন্য স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে-এটা বিলাসিতা নয়, এটা আমাদের অধিকার। আমরা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ আমাদের পক্ষে অসম্ভব।’

পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী মাঈশা আখতার মুক্তি বলেন, ‘আমরা জুলাই আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছি, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। সরকার আমাদের আট দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু নয় মাসেও তা পূরণ হয়নি। পরিকল্পিতভাবে আমাদের দাবি উপেক্ষা করা হচ্ছে।’

আন্দোলনকারীদের মধ্যে নেতৃত্ব দেয়া সামিউল ইসলাম বলেন, ‘একনাগাড়ে ১৭ দিনের আন্দোলনের পর গত ২১ এপ্রিল কৃষি উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের আশ্বাসে আমরা কর্মসূচি স্থগিত করি। কিন্তু অজ্ঞাত কারণে টালবাহানা চলছে। তাই আমরা পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেমেছি। আজ এক ঘণ্টার জন্য অবরোধ করলাম, দিন দিন সময় বাড়বে। প্রয়োজনে সচিবালয় অবরোধ করব।’

শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য: ডিপ্লোমা কৃষিবিদদের সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ ও নিয়মিত নিয়োগ নিশ্চিতকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) থেকে আলাদা করে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠানে রূপান্তর, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ডিপ্লোমা কৃষিবিদদের অগ্রাধিকার, বেসরকারি চাকরিতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম দশম গ্রেডের বেতন কাঠামো, মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং চাকরিতে প্রবেশের পর উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং নিশ্চিতকরণ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর