রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তফসিল বারবার পরিবর্তন এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে প্রশাসন ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, আজকের মধ্যে নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে তফসিল সচল করে জানুয়ারিতে নির্বাচনের আয়োজন করতে হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী প্রশাসন ভবনে অবস্থান নেয়।
এ সময় তারা ‘দাবি মোদের একটাই, নির্বাচন দিতে হবে’, ‘কমিশনার নিয়োগ দাও, তফসিল সচল কর’ এবং ‘জানুয়ারিতে নির্বাচন চাই’ এমন স্লোগান দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান পদত্যাগ করায় নির্বাচন প্রক্রিয়া থমকে গেছে। এর আগে ১০ ডিসেম্বর তফসিল পরিবর্তন করে ভোটগ্রহণের তারিখ ২১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়, কিন্তু কমিশনারের অনুপস্থিতিতে তা বাস্তবায়ন অনিশ্চিত হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, ভোটার তালিকার ত্রুটি সংশোধন না করে বারবার স্থগিতের ফলে তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া আশিকুর রহমান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ পেয়েছি, কিন্তু প্রশাসনের অদক্ষতা এবং দীর্ঘসূত্রিতায় তা পণ্ড হয়ে যাচ্ছে। শীতকালীন ছুটি এবং সমাবর্তনের সঙ্গে সমন্বয় না করে নির্বাচন করলে অংশগ্রহণ কমবে।’
আন্দোলনকারীরা জানান, গত মাসে ভোটার তালিকায় অসংগতির কারণে নির্বাচন স্থগিত হয়েছে দুবার, যা বিশ্ববিদ্যালয়ের ১২ হাজারের বেশি শিক্ষার্থীকে হতাশ করেছে।
প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসলেও সূত্র জানিয়েছে, নতুন কমিশনার নিয়োগের প্রক্রিয়া চলছে, কিন্তু নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবি বিবেচনা করছি, কিন্তু ভোটার তালিকা সংশোধন এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে সময় লাগছে।’
গত ১ ডিসেম্বর ভোটার তালিকার ত্রুটির কারণে নির্বাচন স্থগিত হয় এবং ৩ ডিসেম্বর নতুন তফসিল ঘোষণা করা হয়। কিন্তু প্রধান কমিশনারের পদত্যাগ এই প্রক্রিয়াকে আরও পিছিয়ে দিয়েছে।