Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল ও সম্পাদক রিপন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক রিপন গোয়ালা অভি।

ময়মনসিংহ: ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে একাত্তর টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান বাবুল হোসেন সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান রিপন গোয়ালা অভি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে সংঠনের অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজন হয়।

২০২৫-২৭ দুই বছরের জন্য সংগঠনের অন্যান্য পদে আরও যারা নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না (জিটিভি), কোষাধ্যক্ষ আতাউর রহমান জুয়েল (ইটিভি), যুগ্ম-সম্পাদক আবদুল হক লিটন (বিজয় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজ উদ্দিন ( মোহনা টেলিভিশন), সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন রুবেল (এসএ টিভি), নির্বাহী সদস্য আ ন ম ফারুক, এম এ হোসাইন বিনয় (এশিয়ান টিভি), রিয়াজুল করিম বাদল (চ্যানেল এস)।

বিজ্ঞাপন

ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা ও মো. আবুল কাশেম এ ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন সাঈদ (চ্যানেল আই), শিবু মজুমদার নবাগত সদস্য কামরুজ্জামান মিন্টু (চ্যানেল নাইন), আবুল মনসুর (এশিয়ান টিভি), ইয়ার মাহামুদসহ অন্যান্য সদস্যরা।

দ্বিবার্ষিক সাধারণ সভার শুরুতেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ও চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর