Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ১০২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১২:৪৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১২:৫১

জব্দ করা নেশা জাতীয় সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

সীমান্ত পিলার ১৮৯/মেইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রাম থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত এ নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে চোরাকারবারিরা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জব্দ করা সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম বলেন,‘সীমান্ত এলাকায় সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, গত কয়েক দিনে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানে ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের মোট ৭২২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর