Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা আটক

লোকাল করসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:২১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৪

গ্রেফতার যুবলীগ নেতা

বেনাপোল: ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে পলাতক আসামি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান (৩৮) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তিনি ময়মনসিংহ জেলার সানকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, পলাতক এক আসামি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি জোরদার করা হয়। রাসেল এক্সিট সিল নেওয়ার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দিলে তার নাম ব্ল্যাকলিস্টে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন মামলার আসামি হওয়ার কথা স্বীকার করেন।

বিজ্ঞাপন

আটকের পর তাকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

গুলশানের বাসায় জুবাইদা-জাইমা
২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৭

আরো

সম্পর্কিত খবর