Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বগুড়ায় আনন্দ মিছিল

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:২৮

তারেক রহমানের প্রত্যাবর্তনে বগুড়ায় আনন্দ মিছিলে বিএনপির নেতাকর্মীরা।

বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বগুড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা শ্রমিক দলের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গালাপট্টি দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক আব্দুল মমিন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এমরান হোসেন সুলতান, সহ-সভাপতি আসলাম হোসেন, আন্তঃজেলা সড়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা রেঁস্তরা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন হাসান, শহর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ তালুকদার সুমন, শ্রমিক দল নেতা আল আমিন, নূর আমিন, মো. মিজানুর রহমান, মো. সামছুল আলম, রানা মিয়া, শাহ আলম, সুজন, সামচুজ্জোহা, ফজলু মন্ডল, সোহেল মাহমুদ, সাজু প্রমুখ।

বিজ্ঞাপন

আনন্দ মিছিল শেষে বক্তারা বলেন, ‘দীর্ঘ দেড়যুগ পর নিজের দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে বগুড়াসহ সারাদেশের মানুষ আজ আনন্দিত। দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ায় তৃণমূল থেকে কেন্দ্র-সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। তারেক রহমানের আগমনে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণায় নতুন মাত্রা পাবে।’

বিজ্ঞাপন

কে এই মার্টিন লুথার কিং?
২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১২

আরো

সম্পর্কিত খবর