বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ জাল নোট চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লেবুছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এক হাজার টাকার নোটের ১২টি বান্ডিলে সংরক্ষিত মোট ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় জাল নোট চক্রের সদস্য হাবিব উল্ল্যাহ (১৯), মো. আবুল হোসেন (৩২) ও আলী জোহার (২৮)কে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত এমন প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই নয়ন দাশ।
এসআই নয়ন দাশ বলেন, জাল টাকার মূল উৎস শনাক্তসহ এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।