Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৫২

প্রতীকী ছবি।

নীলফামারী: নীলফামারীর ডোমারে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের বুদলীরপাড় এলাকার মো. আনোয়ারের ছেলে আবু সাঈদ (৩০)। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভুট্টাক্ষেতে স্থাপিত নেসকোর একটি বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি করার সময় তার কাটতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। এরপর মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে কাটা বিদ্যুতের তার পড়ে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ডোমার থানার উপপরিদর্শক (এসআই) সৈলেন রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

ঢাকার স্পিনে নাজেহাল রাজশাহী
২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর