পটুয়াখালী: পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে বিপন্ন প্রজাতির একটি ভোদর (উদবিড়াল) উদ্ধার করেছে বন বিভাগ ও এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার মনোহরপুর গ্রামের কবির হাওলাদারের বাড়ি থেকে ভোদরটি উদ্ধার করা হয়। প্রাণীটি বাংলাদেশে বিপন্ন বন্যপ্রাণীর তালিকাভুক্ত।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন ধরে উদবিড়ালটি শিকল দিয়ে বেঁধে নিজ বাড়িতে লালন-পালন করে আসছিলেন কবির হাওলাদার।
এ বিষয়ে কবির হাওলাদার জানান, পাশের একটি বাড়ির পুকুরে মাছ ধরার সময় উদবিড়ালটি জালে আটকা পড়ে। পরে স্থানীয়রা সেটিকে পিটিয়ে আহত করলে তিনি প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসা ও পরিচর্যা করেন। বন্যপ্রাণী লালন-পালন আইনত দণ্ডনীয় এ বিষয়টি তিনি জানতেন না বলে দাবি করেন।
মহিপুর সদর বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ঝিলন মিয়া বলেন, ‘উদ্ধারকৃত ভোদরটি একটি সংরক্ষিত ও বিপন্ন বন্যপ্রাণী। আইন অনুযায়ী বন্যপ্রাণী আটক বা লালন-পালন করা অপরাধ। প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়েজিদ মুন্সি বলেন, ‘সংবাদ পেয়ে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে উদবিড়ালটি উদ্ধার করা হয়েছে। চিকিৎসা শেষে এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।’
পরিবেশপ্রেমী রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘উপকূলীয় এলাকায় প্রায়ই বন্যপ্রাণী আহত অবস্থায় পাওয়া যায়। কুয়াকাটা, সুন্দরবন ও সামাজিক বনাঞ্চল সংলগ্ন হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে প্রাণী ক্ষতির ঘটনা ঘটে।’ এ জন্য জরুরি উদ্ধার হটলাইন ও চিকিৎসা কেন্দ্র স্থাপনের দাবি জানান তিনি।
বন বিভাগ সূত্র জানায়, ভোদরটিকে প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিরাপদ স্থানে পাঠানো হবে।