Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:০৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কুমিল্লা: কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি শুরুতে প্রকাশ্যে না এলেও শনিবার (২৭ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করে বলেন, আসিফ মাহমুদ তার জাতীয় পরিচয়পত্র আমাদের কাছে পাঠিয়েছেন। সেই অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর আসন থেকেই নির্বাচন করবেন।

মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে ওই আসনে তিনি ভোটার তালিকাভুক্ত হয়েছেন এবং প্রচারণাও শুরু করেছেন। তবে মুরাদনগর আসনে নির্বাচন করার বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মিনহাজুল হক বলেন, জোটগত রাজনীতিতে যেকোনো সময় নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে। সে কারণেই একাধিক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপি থেকে সর্বাধিক ২৭টি, জামায়াত থেকে ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তার কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যেহেতু তিনি নিজে উপস্থিত ছিলেন না, তাই বিষয়টি তখন বিশেষভাবে নজরে আসেনি। এছাড়া গত দুই দিন মনোনয়নপত্র বিক্রির কার্যক্রমও বন্ধ ছিল।

সারাবাংলা/ইআ