Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২

হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনসাধারণ।

কুষ্টিয়া: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনসাধারণ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ‘কুষ্টিয়ার জনসাধারণ’ ব্যানারে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে গিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এতে কুষ্টিয়া–ঝিনাইদহ ও কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ভারত ও আওয়ামী লীগবিরোধী স্লোগানও দেন।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।

পরে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর