Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১

ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি’ উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ভোলা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিচ্ছে না। সরকার চায় একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত ১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। ফলে দেশের বিপুলসংখ্যক তরুণ, যাদের বয়স ৩০ বছরের নিচে, তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবারের নির্বাচন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে প্রত্যেক নাগরিক যেন নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে পান এবং নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেন। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সরকার কোনো দলের পক্ষে নয়।’

মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, শিগগিরই মনোনয়ন সংগ্রহের শেষ তারিখ আসছে। এরপরই স্পষ্ট হবে কারা নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারেন, সেটিই সরকারের মূল লক্ষ্য।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘২০২৪ সালের জুলাই–আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন আসে, যার পেছনে দেশের ছেলে-মেয়েদের আত্মত্যাগ রয়েছে। সেই দাবিগুলোর আলোকে কিছু সংস্কার প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এসব বিষয়ে জনগণের মতামত জানতে আলাদাভাবে গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

তিনি জানান, গণভোটে তালিকাভুক্ত প্রস্তাবগুলোর সঙ্গে জনগণ আংশিক বা সম্পূর্ণ একমত হলে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। জনগণের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ জনপ্রতিনিধিরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

ভোটের গাড়ির উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এর মূল লক্ষ্য হলো জনগণকে ভোট দেওয়ার বিষয়ে উৎসাহিত করা। সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেন, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিক।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন চাইলে তবেই অন্তর্বর্তী সরকার সহযোগিতা করবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল।’

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর