Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:০৩

সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের শপথ

পিরোজপুর: পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১–২০ গ্রেড)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির। তিনি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি মো. শামসুদ্দোহা বলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সরকারি চাকুরিজীবীদের যৌক্তিক দাবি আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদারে আন্তরিকভাবে কাজ করবে। এ সময় তিনি সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি সদস্যদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার অঙ্গীকার করেন তিনি এবং সবার সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর