Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় ট্রাকচাপায় সিএন‌জির ৩ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:০৭

ভোলার বোরহানউদ্দিনে ট্রাকচাপায় ক্ষতিগ্রস্ত সিএন‌জিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

ভোলা: জেলার বোরহানউদ্দিনে ট্রাকচাপায় সিএন‌জিচালিত অটোরিকশায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হ‌য়ে‌ছেন তিনজন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দি‌কে উপ‌জেলার মা‌নিকারহাট বাজারসংলগ্ন ভোলা-চরফ‌্যাশন সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

দুর্ঘটনায় নিহত‌রা হ‌লেন- ভোলার লাল‌মোহন উপ‌জেলার ভেদু‌নিয়া গ্রা‌মের আবু তা‌হে‌রের ছে‌লে মো. মিজান, লাল‌মোহন উপ‌জেলার আজ‌মে‌রি আর‌মিন ও রিয়াজ উদ্দিন।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, লাল‌মোহন থে‌কে যাত্রী নি‌য়ে ভোলা সদ‌রের উদ্দেশে রওনা ক‌রে সিএন‌জি‌টি। পথে বোরহানউদ্দিন উপ‌জেলার মা‌নিকারহাট বাজারসংলগ্ন মাদরাসার মোড় এলাকায় এলে দ্রুতগামী একটি ট্রা‌ক সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএন‌জির‌ দুই যাত্রী মিজান ও রিয়াজ ঘটনাস্থ‌লেই নিহত হন, আহত হন অন্তত চারজন। ওই সময় তা‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর ও বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রা হয়। পরে ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় আজ‌মে‌রি আর‌মিনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, নিহ‌তদের মরদেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। ‌বিষয়‌টি তদন্ত চল‌ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর