রাজবাড়ী: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র সমাজ ও জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকালে গোয়ালন্দ মোড়ে ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলে বিক্ষোভকারীরা ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের হাদি ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘শহিদ হাদি আজাদি, ওসমান হাদি আজাদি’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সেনানী ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তাকে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের আধিপত্য এখনো বহাল রয়েছে। গুলি করে কেবল ওসমান হাদিকেই নয়, যেন পুরো জুলাইকেই হত্যা করা হয়েছে। অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। অন্যথায় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি রাজবাড়ী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়ক মো. রাশিদুল ইসলাম রাশেদ, মো. সাইদুর জামান সাকিব, খেলাফত মজলিশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. ইব্রাহিম খলিল, বৈষম্যবিরোধী ছাত্র নেতা রাজিব মোল্লা, আবু রায়হান রাফি, জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদ সাগরসহ সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
অবরোধের কারণে সড়কে যানযটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভ শেষ হয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।