চাঁপাইনবাবগঞ্জ: জেলার দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। রোববার (২৮ ডিসেম্বর) নিজ নিজ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম সন্ধ্যায় নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
পরে সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা জানান সাংবাদিকদের কাছে।
আমিনুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে কোনো আশঙ্কা নেই।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক শহাজাহান মিঞা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তিনিও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।