Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৫৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৫৮

কুয়াশায় ঢাকা চারপাশ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ আরও বেড়েছে। কুয়াশার চাদরে ঢেকে থাকছে পুরো জেলা, সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। হিমেল হাওয়া আর তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

দ্রুত তাপমাত্রা কমার কারণে দুর্ভোগ বেড়ে গেছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। কাজ না পেয়ে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন মানুষের খাদ্যাভাব মেটাতে আর্থিক সহায়তার জন্য কেউ এগিয়ে আসেনি। জেলা ও উপজেলা এবং পুলিশ নারী কল্যাণ সমিতি থেকে কম্বল বিতরণ করা হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় কম।

বিজ্ঞাপন

হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর