Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানালেন এনসিপি নেতা আবু সাইদ লিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৫১

এনসিপির নেতা আবু সাইদ লিয়ন

নীলফামারী: নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ মুন্তাকিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চল তত্ত্বাবধায়ক আবু সাইদ লিয়ন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ব্যক্তিগত ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে আবু সাইদ লিয়ন লিখেছেন, প্রিয় কিশোরগঞ্জ এবং সৈয়দপুরবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আজ জামায়াত ইসলামসহ ৮ দলের সাথে এনসিপির নির্বাচনি সমঝোতা জোট হয়েছে। সেই জোটের প্রার্থী হিসেবে নীলফামারী ৪ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হাফেজ মুন্তাকিম ভাই মনোনীত হয়েছেন। আমি আবু সাইদ লিয়ন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চল তত্ত্বাবধায়ক জাতীয় নাগরিক পার্টি। আপনাদের কাছে গণভোট এবং শাপলা কলির বয়ান নিয়ে কাজ করেছি। দলীয় সিদ্ধান্ত মেনে আমি জোটের প্রার্থী হাফেজ মুন্তাকিম ভাইয়ের প্রতি আমার সমর্থন ব্যক্ত করছি। নীলফামারী ৩, জলঢাকা যেখানে দল আমাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল, সেখানেও জোটের প্রার্থী জামাত মনোনীত সালাফি ভাইয়ের প্রতি দলীয় সমর্থন ব্যক্ত করছি। আশা করি মানুষ জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই জোটকে বিজয়ী করবে।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব। আমি এনসিপির সকল নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে জোটের প্রার্থীর পক্ষে জনসমর্থনের জন্য কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করছি। দিনাজপুর অঞ্চলের চারটি জেলায় জোটকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে জেলার সকল নেতৃবৃন্দ।

এনসিপির নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে লিখেছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভ্রান্তিতে না জড়িয়ে জোটের প্রার্থীদের পক্ষে জনসমর্থন আদায়ে সংগঠিতভাবে কাজ চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দিনাজপুর অঞ্চলের চারটি জেলায় জোটকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট জেলার সকল নেতৃবৃন্দ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো