Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির হামজার সম্পদ দেড় কোটি টাকার, বার্ষিক আয় সাড়ে ৮ লাখ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ২০:৪১

জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা তার নির্বাচনি হলফনামায় মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। একইসঙ্গে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা।

হলফনামা অনুযায়ী, আমির হামজার পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে কাপড় ও বইয়ের ব্যবসা। তবে ইসলামী বক্তা হিসেবে ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে কিংবা আকিজ গ্রুপের খতিব হিসেবে দায়িত্ব পালন থেকে তার কোনো আয় দেখানো হয়নি।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার মালিকানাধীন ১০ ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন আসবাবপত্র উপহার হিসেবে প্রাপ্ত। এ ছাড়া তার ব্যবহৃত একটি গাড়ির মূল্য দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। তবে গাড়িটির ধরন, মডেল কিংবা নম্বর প্লেট সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর