Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১০:৫৫

কুয়াকাটা সমুদ্র সৈকত।

পটুয়াখালী: প্রতিদিন ভোরে অল্পসংখ্যক পর্যটকের উপস্থিতি থাকলেও সাধারণত নিরবই থাকে কুয়াকাটা সৈকতের বিভিন্ন পর্যটন স্পট। তবে নতুন বছরের প্রথম দিনে এর ব্যতিক্রম দেখা গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাত থেকেই নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে সৈকতের বিভিন্ন স্থানে ভিড় জমিয়েছেন পর্যটকরা।

বিশেষ করে জিরো পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি, চরগঙ্গামতি ও লাল কাঁকড়ার চর এলাকায় পর্যটকদের বাড়তি আনাগোনা লক্ষ্য করা যায়। তবে ঘন কুয়াশার কারণে সূর্যোদয়ের দৃশ্য স্পষ্টভাবে উপভোগ করা সম্ভব হয়নি। তবুও শিশিরে ভেজা, কুয়াশায় মোড়ানো সৈকতের সৌন্দর্যে অনেকটাই উচ্ছ্বসিত হন আগত পর্যটকরা।

বিজ্ঞাপন

কুয়াকাটা সমুদ্র সৈকত।

এর আগে বুধবার কুয়াকাটার তিন নদীর মোহনা, লেম্বুরবন ও শুটকি পল্লীতে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সূর্যাস্তের দৃশ্য উপভোগ করে মুগ্ধ হন পর্যটকরা।

সংশ্লিষ্টরা জানান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে গত বছরের তুলনায় এবার কুয়াকাটায় পর্যটকের সংখ্যা কিছুটা কম।

কুয়াকাটা সমুদ্র সৈকত।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটন এলাকাগুলোতে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর