নরসিংদী: রাষ্ট্রীয় শোকে এবার বই উৎসব না হলেও, নরসিংদীতে চলছে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টা থেকে জেলার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
শিক্ষা বিভাগের তথ্যমতে, জেলায় এ বছর ২১ লাখ ৬৪ হাজার ৪৯১ টি বইয়ের চাহিদা থাকলেও এরই মধ্যে প্রায় ৬০ শতাংশ বই সংরক্ষণ ও বিতরণ করা হচ্ছে। বাকি ৪০ শতাংশ বই দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা।
এদিকে নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা।