রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রংপুর-১ আসনের (গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের অংশবিশেষ) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান বিষয়টি জানান।
রিটার্নিং অফিসার জানান, নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে মনোনয়ন বাতিলের ঘটনায় রংপুরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে ব্যারিস্টার মঞ্জুম আলী এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন, তিনি কোনোভাবেই অন্য দেশের নাগরিক নন।
তিনি বলেন, ‘এটি একটি সামান্য কারিগরি ত্রুটি। আমি উচ্চ আদালতে আপিল করব এবং ন্যায়বিচার পাব বলে আশাবাদী। শেষ পর্যন্ত জনগণের ভোটে এই আসন থেকে নির্বাচিত হয়ে দেখাব।’
উল্লেখ্য, নির্বাচন আইন অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে প্রার্থীর এককভাবে বাংলাদেশি নাগরিকত্ব থাকতে হয়। দ্বৈত নাগরিকত্ব থাকলে বা এ সংক্রান্ত অস্পষ্টতা থাকলে মনোনয়ন বাতিলের বিধান রয়েছে।