Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা পেল নতুন পাঠ্যবই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৫:১৫

পাবনা: নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় এ বছরের বই উৎসব অনুষ্ঠিত হয়নি।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই বিতরণ করা হয়।

সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এসে নতুন বই সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

জেলা শিক্ষা কর্মকর্তা আরশাফুল কবির জানান, নতুন বছরে ১ হাজার ৮২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ লাখ ৪৩ হাজার ২৪১ টি বই বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর