Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় অস্ত্রসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৬:০০

গ্রেফতার হওয়া ব্যক্তিরা

পাবনা: পাবনা সদরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে চারজনকে গ্রেফতার এবং তিনটি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি জব্দ করা হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা পৌর সদরের বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙাল মামুন (৪৭), মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন হোসেন (৩৫)।

পাবনা ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলভারসহ চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

অন্য দুটি পৃথক অভিযানে, পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় শায়েস্তা খান রোডের একটি বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি এবং পূর্ব শালগাড়িয়া এলাকার একটি বাসা থেকে তিন রাউন্ড তাজা গুলি জব্দ ও অপর দুইজনকে গ্রেফতার হয়। এছাড়া এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পাবনায় অস্ত্রসহ গ্রেফতার ৪
১ জানুয়ারি ২০২৬ ১৬:০০

আরো

সম্পর্কিত খবর