Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বিশ্বরোড মোড় থেকে পিটিআই মোড় পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিশ্বরোড এলাকায় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় অবস্থানে থাকতে দেখা যায়। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই এবং পরিচয় নিশ্চিতে তল্লাশি চালানো হচ্ছে। বিশ্বরোড মোড়টি জেলা শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়ায় এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করা হচ্ছে, সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ​সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এএ