Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটারকে বল প্রয়োগের অপরাধে ১ ব্যক্তির দুই মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৯:৫৮

ছবি: সংগৃহীত

ফরিদপুর: আলফাডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটারকে অবৈধভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে বল প্রয়োগের অপরাধে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪১)। তিনি ফরিদপুর-১(মধুখালি-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের এক প্রার্থীর সমর্থক হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের সময় ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে এক ব্যক্তিকে জোর করে নির্বাচন অফিসে আনার চেষ্টা করেন শফিকুল। ওই ব্যক্তি অসুস্থ থাকা সত্ত্বেও তার ওপর জোর-জবরদস্তি বা বল প্রয়োগ করা হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই অপরাধে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা’ অনুযায়ী তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান জানান, আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটারকে কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শন বা বল প্রয়োগের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী আচরণবিধি মেনে চলতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর