Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর, সম্পাদক সিরাজ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২১:১৭ | আপডেট: ১ জানুয়ারি ২০২৬ ২১:৫৯

সভাপতি মুকতাবিস উন-নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। ছবি কোলাজ: সারাবাংলা

সিলেট: সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন-নূর সভাপতি এবং দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) নগরের সুবিদবাজারে প্রেসক্লাবের নিজস্ব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য নির্বাচিতরা- সিনিয়র সহ-সভাপতি দৈনিক সিলেট বাণীর এম এ হান্নান, সহ-সভাপতি ফয়সল আলম, সহ-সাধারণ সম্পাদক দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমেদ ও কোষাধ্যক্ষ দৈনিক ইনকিলাবের ফয়ছল আমীন।

বিজ্ঞাপন

এ ছাড়া ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ডেইলি স্টারের শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান।

এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন সিনিয়র সাংবাদিক—আমজাদ হোসেন, আনাস হাবিব কলিন্স এবং আব্দুল আওয়াল চৌধুরী সিপার।

নবনির্বাচিত নেতারা সিলেট প্রেসক্লাবকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর