নোয়াখালী: হাড়কাঁপানো শীতে কাঁপছে নোয়াখালী। গত দুই দিনে দেখা মিলেনি সুর্যের। এতে করে জন জীবন স্থবির হয়ে পড়ছে। ঠান্ডা আর হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে জেলার মানুষের জনজীবন।
এবার শীতে মৌসুমে রাতভর বৃষ্টির মতো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে ঘন কুয়াশা। বিকেল থেকেই শুরু হয় ঘন কুয়াশার দাপট, যা পরদিন সকাল ১০টা পর্যন্ত স্থায়ী থাকছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ।
শনিবার (৩ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ।
নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মালেক বলেন, কাজ না করলে পেটে ভাত জোটে না। কাজ না করলেও চলে না। তবুও এই শীতে কাজ করতে বের হয়েছি। কাজ করলে হাত-পা যন্ত্রণা করে, শরীর কামড়ায়।

নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নোয়াখালী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ।