বগুড়া: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খাদেলা জিয়া মৃত্যুবরণ করায় তার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এছাড়া মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। অপর প্রার্থী বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলীর মনোনয়নপত্রে দলীয় মনোনয়ন সঠিক না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।
এর আগে, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পাঁচজন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন।