খুলনা: খুলনায় চার দিন ধরে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) খুলনা-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলনের প্রার্থী ইউনুস আহম্মেদ সেখ, বিএনপি’র প্রার্থী এস কে আজিজুল বারী, খেলাফত মজলিসের প্রার্থী এস এম সাখাওয়াত হোসাইন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কবিরুল ইসলাম।